কক্সবাজার আলো ডেস্ক :
ব্যাটিংয়ে প্রথমে অপরাজিত ছিলেন ১০১ রানে; এরপর বল হাতে মাত্র ৩৬ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট। বলা যায়, এক নাসির হোসেনই ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে চলমান সিরিজে সমতায় ফিরিয়েছেন বাংলাদেশকে।
তাই, ভারতীয় গণমাধ্যম কাঁপছে এখন নাসির জ্বরে। ভারতের শীর্ষস্থানীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেস শিরোনাম করেছে, ‘নাসিরের অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ এ’। দ্য হিন্দু লিখেছে, ‘বাংলাদেশ ‘এ’ দলের দুর্দান্ত প্রত্যাবর্তন’।
টাইমস অব ইন্ডিয়া নাসিরকে বাহবা দেয়ার পাশাপাশি লজ্জা দিয়েছে ভারতীং ‘এ’ দলকেও। তারা শিরোনাম করেছে, ‘নাসিরের সেঞ্চুরি ও পাঁচ উইকেট ডোবালো এ দলকে।’
এনডিটিভি নাসিরের প্রশংসা করতে কমতি করেনি, একই সাথে বার বার সুরেশ রায়নার ব্যর্থ হওয়ার প্রসঙ্গও সামনে নিয়ে এসেছে। তারা লিখেছে, ‘অলরাউন্ডার নাসিরে ডুবলো ভারতীয় ‘এ’, ফের ব্যর্থ সুরেশ রায়না’।
বাদ ছিল না, কলকাতার বাংলা সংবাদপত্র গুলোও। আনন্দবাজার শিরোনামে লিখেছে, ‘নাসিরের দাপটে উড়ে গেল ভারত’। সংবাদের ভিতরে লেখা হয়, ‘প্রথমে ব্যাট হাতে সেঞ্চুরি। পরে বল হাতে পাঁচ-পাঁচটা উইকেট। সব মিলিয়ে নাসির হোসেনের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের ঝড়ে উড়ে গেল সুরেশ রায়নাদের ভারত ‘এ’। বাংলাদেশ ‘এ’ তাদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে জিতল ৬৫ রানে। সিরিজ এখন ১-১।’
কলকাতা থেকে প্রকাশিত আরেক বাংলা পত্রিকা দৈনিক আজকাল লিখেছে, ‘নাসিরের সামনে আত্মসমর্পণ।’ আবার কলকাতার ইংরেজি পত্রিকা টেলিগ্রাফ লিখেছে, ‘নাসিরের উজ্জ্বলতায় ডুবলো ভারত’।