বার্তা পরিবেশক :
কক্সবাজার সাহিত্য একাডেমীর উদ্যোগে ও কক্সবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের ব্যবস্থাপনায় কক্সবাজারের আঞ্চলিক ভাষার বৈচিত্র্য শীর্ষক এক সেমিনার আগামী ১৫ সেপ্টেম্বর ২০১৫, ৩০ ভাদ্র ১৪২২ বঙ্গাব্দ, মঙ্গলবার, সকাল ১০টায় কক্সবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। কক্সবাজার সাহিত্য একাডেমীর সভাপতি ও লোকগবেষক মুহম্মদ নূরুল ইসলাম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবুল কাসেম। মুখ্য আলোচক হিসেবে উপস্থি থাকবেন জেলার বিশিষ্ট শিক্ষাবিদ রামু ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে কক্সবাজার কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক মুফীদুল আলম ও কক্সবাজার সরকারি কলেজের পদার্থ বিদ্যা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী। সেমিনারে সভাপতিত্ব করবেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ফজলুল করিম চৌধুরী।
সেমিনারে জেলার কবি-সাহিত্যিক, গবেষক-বুদ্ধিজীবী, সাহিত্যামোদীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য কক্সবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী ও কক্সবাজার সাহিত্য একাডেমীর সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।