বার্তা পরিবেশক :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার শহর শাখাকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে কক্সবাজার শহর যুবদলের আওতাধীন ১২নং ওয়ার্ড যুবদল উত্তর শাখার কর্মীসভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের এক অভিজাত হোটেলে যুবদলনেতা হাকিম আলীর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। ১২ নং ওয়ার্ড যুবদল উত্তর শাখার সভাপতি আবদুল হামিদ খাঁন এর সভাপতিত্বে ও শহর যুবদলের সদস্য হেলাল উদ্দিনের পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, শহর যুবদলের সভাপতি মসউদুর রহমান মাসুদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শহর যুবদলের সাধারন সম্পাদক আজিজুল হক সোহেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১২ নং ওয়ার্ড উত্তর শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, সহ-সভাপতি আবুল কালাম, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী পারভেজ, শহর যুবদলের সহ-সভাপতি দোলন ধর, যুগ্ন-সম্পাাদক মাষ্টার জসিম, জেলা ছাত্রদল নেতা সাদেকুর রহমান, মোশারফ হোসেন, শহর ছাত্রদলের যুগ্ন-আহবায়ক আল আমীন, সরকারী কলেজ শাখার যুগ্ন-সম্পাদক সাদ্দাম হোসেন, শহর যুবদলের পরিবেশ বিষয়ক সম্পাদক ও ১২ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক দিদারুল আলম, শহর যুবদল নেতা সাহেদুল ইসলাম রানা, মোর্শেদুল হক শাহিন, জোবায়ের, সুমন, হাসেম, জয়নাল, রাফায়েল, সজিব, আরিফ, রাসেল, কামরুল, হামিদ উল্লাহ, আবদু শুক্কুর, রুবেল, আলী জিন্নাহ, আবছার, গিয়াস, হক সাহেব ও শ্রমিকদল নেতা ইউসুফ প্রমুখ। বক্তারা বলেন, জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধ এবং দেশ প্রেমে উজ্জীবিত হয়ে আগামী দিনে বেগম খালেদা জিয়ার ডাকে কক্সবাজারের প্রানপ্রিয় জননন্দিত জননেতা লুৎফুর রহমান কাজলের নেতৃত্বে যুবদলকে সুসংগঠিত হয়ে স্বৈরাচার শেখ হাসিনার বিরোদ্ধে যুগপৎ আন্দোলনের অগ্রনী ভুমিকা রাখা পূর্বক শহীদ জিয়ার আদর্শের গনতন্ত্র প্রতিষ্টা করার জন্য সর্বদা সজাগ থাকার জন্য যুবদলের নেতাকর্মিদের প্রতি আহবান জানান। এবং সরকারের সকল ভয়ভীতিকে উপেক্ষা করে খালেদা জিয়ার নেতৃত্বাধীন চলমান আন্দোলনকে আরও বেগবান করে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।