কক্সবাজার আলো ডেস্ক :
চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর-ভোলাহাট উপজেলা সংযোগ সড়কের সদর উপজেলার সরজন এলাকায় চলমান ভারি বর্ষণে কালভার্ট ও সড়ক ভেঙে সৃষ্ট খাদে মঙ্গলবার সকালে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের একটি অ্যাম্বুলেন্স পড়ে এর চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত অ্যাম্বুলেন্স চালক আবেদ আলী (৫০) গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার কোয়াটার পাড়ার আব্দুল ওহাবের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. মো. আলাউদ্দীন বাংলার চোখকে জানান, আবেদ আলী গোমস্তপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের অ্যাম্বুলেন্স নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রোগী রেখে কর্মস্থলে ফিরছিলেন। ভারি বর্ষণে চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর সড়কের সরজন এলাকার জোড় পাইকড়গাছিতে সড়কের কালভার্ট ও সড়ক ভেঙে সৃষ্ট খাদে ভোর পাঁচটার দিকে অ্যাম্বুলেন্সটি পড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক আবেদ আলী মারা যান। এ সময় প্রচন্ড পানির স্রোতে পাশের খাদে অ্যাম্বুলেন্সটি ভেসে যায়। স্থানীয় লোকজন জানতে পেরে ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সহযোগীতায় ডুবে যাওয়া অ্যাম্বুলেন্স থেকে নিহতের মরদেহ বের করে আনে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্ত্তুজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দূর্ঘটনার পর থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের সাথে গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে বিকল্প পথে অল্প সংখ্যক গাড়ি চলাচল করছে। এদিকে রাস্তা ও কালভার্ট মেরামতে কাজ শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ সড়ক বিভাগ।
মোবাইল : ০১৮১৯-০৩৬৪৬০, ০১৭১২-২১৫৫৪৭. ই-মেইল : coxsbazaralo@gmail.com