গরুর গোশতের ওপর নিষেধাজ্ঞা বলবত্ থাকবে নাকি উৎসব উপলক্ষে সাময়িক নিষেধাজ্ঞা শিথিল করা হবে, এ ব্যাপারে নিজের মতামত না জানিয়ে, সিদ্ধান্ত নেয়ার ভার ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকারের উপরই ছেড়ে দিয়েছে বোম্বে হাইকোর্ট।
কোরবানি ঈদ উপলক্ষে গরুর গোশতের ওপর নিষেধাজ্ঞার উপর সাময়িক স্থগিতাদেশ জারির জন্য বোম্বে হাইকোর্টে বেশ কয়েকটি পিটিশন দাখিল হয়। সেই মামলার প্রেক্ষাপটেই আদালত সিদ্ধান্ত নিজে না নিয়ে, সরকারের কাঁধেই তা চাপিয়ে দেয়।
পিটিশনে আর্জি জানানো হয়, তিন দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করে, গরুর গোশত খাওয়ার অনুমতি দেয়া হোক। কারণ, মুসলিমদের এই ধর্মীয় অনুষ্ঠানটি পশু কোরবানিকে কেন্দ্র করেই।
বিচারপিত অভয় এস ওয়াকরে নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, সাময়িক নিষেধাজ্ঞা শিথিল করার মতো কোনো সিদ্ধান্ত তারা নিতে পারবেন না। এ ব্যাপারে রাজ্য সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে।
গত মার্চেই মহারাষ্ট্রে গরুর গোশত বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি হয়। একই সঙ্গে কষাইখানাগুলোকেও বন্ধ করার নির্দেশ দেয়া হয়। মহারাষ্ট্র সরকারের বক্তব্য, অনেক কসাইখানাই বেআইনিভাবে চলছে। গোটা ব্যাপারটা বিজ্ঞানসম্মতভাবে না হওয়ায়, গোশত থেকে বিষক্রিয়াও হয়। গরুর গোশতে এই নিষেধাজ্ঞার পরেই চারদিকে প্রতিবাদের ঝড় ওঠে। কিন্তু, শেষপর্যন্ত সিদ্ধান্তে অনড় থাকে সরকার।
সূত্র : এই সময়