কক্সবাজার আলো :
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং গয়ালমারা এলাকায় মাইক্রোবাস-পিকআপ গাড়ীর মূখোমুখি সংঘর্ষে শিশু, মহিলা সহ ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে নারী ও শিশুসহ অনন্ত ১৫জন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখি যাত্রীবাহী একটি মাইক্রোবাস গাড়ী নং (চট্টমেট্রো চ- ১১-১৭২৫) চকরিয়া হারবাং গয়ালমারা এলাকায় পৌছলে চট্টগ্রাম অভিমুখি একটি লবন বোঝাই পিকআপ (চট্টমেট্রো-ন ১১-১৯৫২)ৃ গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাস গাড়ীর গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে যায়। গ্যাসের আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে ৩জন হাসপাতালে নেওয়ার পথে আরো একজন সহ ৪জন নিহত হয়। গাড়ীর গ্যাসের আগুনে দগ্ধ হয়ে আহত হয়েছে নারী ও শিশুসহ আরো ১৫জন যাত্রী। আহতদের চকরিয়া সরকারী হাসপাতালে ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চকরিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ ফয়েজ জানান,দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গয়ালমারা এলাকায় ফায়ার সার্ভিসের সহযোগীতায় সংঘটিত সড়ক দূর্ঘটনায় পতিত গাড়ী দুটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন,নারী-শিশু সহ ঘটনাস্থলে ৩জন নিহত হয়েছে।তবে এখনো লাশের পরিচয় জানাযায়নি। লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিদগ্ধ অপরাপর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।