কক্সবাজার আলো ডেস্ক :
চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ১৪৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এই সময় একটি এলজি, তিন রাউন্ড কার্তুজ ও বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান বিষয়টি নিশ্চিত করে শীর্ষ নিউজকে জানান, অভিযানে নিয়মিত মামলার ৪৩, ওয়ারেন্টভুক্ত ১০০জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অভিযানে ১৮০পিস ইয়াবা, একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা।
গ্রেফতারকৃতদেরকে আজ বুধবার আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।
সুত্র-শীর্ষ নিউজ