বাংলামেইল ২৪ :
ভারতজুড়েই এখন ডেঙ্গু আতঙ্ক। আর ডেঙ্গু থেকে রক্ষা পেতে ছাগলের দুধ উপকারী, এমন ধারণা প্রচলিত। সেই সুযোগে ছাগলের দুধ প্রতি লিটারের দাম এক লাফে ২৫০০ টাকায় (২০০০ রুপি) গিয়ে উঠেছে। অথচ প্রতি লিটার দুধ সাধারণত ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়।
তারপরও ছাগলের দুধ নিয়ে দিল্লিতে চলছে কাড়াকাড়ি। কিন্তু চাহিদা অনুপাতে যোগান না থাকায় দিন দিন তড়িৎ গতিতে বাড়ছে এই দুধের দাম।
সুশীলা ধাহিয়া নামে দিল্লির এক আয়ুর্বেদ চিকিৎসকের দাবি, ‘ছাগলের দুধ হালকা ও সহজপাচ্য। ফলে ডেঙ্গু থেকে দ্রুত আরোগ্যের ক্ষেত্রে এই দুধ বিশেষ সহায়ক।’
যদিও এ কথা উড়িয়ে দিয়েছে আধুনিক চিকিৎসাবিজ্ঞান। চিকিৎসকরা জানান, ছাগলের দুধে ডেঙ্গু রোধক বিশেষ কোনো গুণ নেই।