কক্সবাজার আলো ডেস্ক :
সাহাদাত হোসেন সাগর। ব্যবসায়িক প্রয়োজনে প্রায়ই কক্সবাজার যাওয়া- আসা করেন। তবে এবারের আসাটা একটু ভিন্ন। এবার সঙ্গী হয়েছেন তার স্ত্রী মোহনা।তার স্ত্রীর ডক্টর পরামর্শ দিয়েছেন মোহনাকে নিয়ে হাওয়া বদল করার জন্য। কক্সবাজার হোটেলে পৌছার পরই মোহনা টের পায় সাগর প্রতিবার কক্সবাজার আসে শুধুমাত্র ব্যবসায়িক কারণেই নয়, এখানকার জয়িতা নামের এক নারীর সঙ্গে এক ধরণের সখ্যতা আছে তার। স্ত্রীকে খাবার আনতে যাবার কথা বলে গোপন হোটেলে গিয়ে জয়িতার সঙ্গে প্রেম করে সাগর। এদিকে জয়িতার সঙ্গে সাগরের অন্তরঙ্গ মুহুর্ত ভিডিওতে ধারণ করে ফেলে পিয়াল। এমনই গল্প দেখা যাবে ‘জার্নি টু কক্সবাজার’ নাটকে। নাটকটি রচনা করেছেন জুয়েল কবির। আর পরিচালনা করেছেন এমদাদুল হক খান। নাটকে অহনা ছাড়াও ডিএ তায়েব, চমক তারা, কাশমিরি ও শফিকুল ইসলাম প্রমুখ অভিনয় করেছেন।পরিচালক এমদাদুল হক খান প্রিয়.কমকে বলেন, ‘পুরো নাটকটির শুটিং কক্সবাজারের বিভিন্ন লোকেশনে হয়েছে।আসছে কোরবানীর ঈদে নাটকটি যেকোন একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।