ঢাকাশনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. কক্সবাজার

জেলাব্যাপী কামারদের নির্ঘুম কর্মব্যস্ততার শেষ নেই

প্রতিবেদক
কক্সবাজার আলো
১১ সেপ্টেম্বর ২০১৫, ১০:৩৫ সকাল

Link Copied!

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
আর ক’টা দিন পর পবিত্র ঈদুল আযহা তথা কোরবানীর ঈদ। এ আনন্দঘন ঈদকে সামনে রেখে জেলাব্যাপী কামারদের টুং টাং শব্দে নির্ঘুম কর্মব্যস্ততার শেষ নেই বললেই চলে। জানা যায়, কোরবানীর পশু জবাই কাজে ব্যবহৃত দা-বটি, ছুরিসহ হরেক রকমের জিনিস ধারানোর কাজে কামারেরা নির্ঘুম তথা গভীর রাত অবদি এ কাজে সময় দিচ্ছে। জেলার বিভিন্ন উপজেলা তথা পেকুয়া, চকরিয়া, উখিয়া, টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী, রামু ও কক্সবাজার সদর উপজেলার শত শত কামারদের দোকানে প্রত্যন্ত গ্রামাঞ্চলের লোকজন এসব জিনিসপত্র ধারানোর কাজে মহাব্যস্ত সময় পার করছে। সদর উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে একাধিকটির মত কামারের দোকানে মহাব্যস্ততার ধুম যেন চোখে পড়ার মত। তারা টুং টাং শব্দে গভীর রাত পর্যন্ত প্রত্যন্ত গ্রামাঞ্চলের লোকজনের পশু জবাইকাজে ব্যবহৃত দা-বটি, ছুরি নতুন বেচাকেনা কিংবা ধারানোর কাজ নিয়ে কর্মব্যস্থতায় দিন পার করছে তারা। বছরের একাধিক মাস কামাররা বসে থাকলেও বর্তমানে এ ক’টা দিন তাদের ভর মৌসুম বলে চলে। এ মৌসুমে তাদের দম ফেলার সুযোগ নেই। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন স্থানে চট্টগ্রামের বাঁশখালী এলাকার হরিদাস নামের এক কামার আজকের কক্সবাজারের এ প্রতিনিধিকে- এ চলতি মৌসুমে দৈনিক আয় ৮-১০ হাজার টাকা। কোন কোন ক্ষেত্রে তারও বেশি। দা কিংবা ছুরি ধারানো বড় ছোট হিসেবে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত নেয়। একযুগেরও বেশি সময় ধরে এ কামার পেশায় নিয়োজিত হরিদাস এ পেশা ছাড়তে রাজী নন। তিনি এ পেশায় বেশ সফলতা লাভ করেছেন বলেও জানান। আবার কোরবানীর মৌসুমকে ঘিরে একদিকে গরু বাজারে প্রচন্ড ভিড় বাড়লেও অপরদিকে কামার দোকানেও ভিড় কিন্তু কম নয়। আগেভাগে গ্রামাঞ্চলের লোকজন পশু জবাই কাজে ব্যবহৃত জিনিসপত্র ধারানো কাজ শেষ করে ভোগান্তি থেকে মুক্তি পেতে চায়। সে হিসেবে ঈদুল আযহা তথা কোরবানীর ঈদের বেশ ক’দিন পূর্বে ধারানো কাজ সম্পন্ন করে ফেলে। অন্যদিকে কামারের দোকানে আসা ঈদগাঁওয়ের গ্রামাঞ্চলের কয়েক বয়োবৃদ্ধ মুরব্বীর সাথে কথা হলে তারা এ প্রতিনিধিকে হাস্যোজ্জ্বল কন্ঠে- প্রতিবছরের ন্যায় এবছরও কোরবানীর গরু জবাইয়ের হাতিয়ার একটু আগেভাগে প্রস্তুত করে নিচ্ছেন বলে জানান।

আরও পড়ুন

কক্সবাজারে মাটির ভেতর থেকে ড্রাম ভর্তি অস্ত্র উদ্ধার করলো র‌্যাব

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করা রায় স্থগিত

অর্থপাচারের মামলায় তারেক রহমানের সাজা স্থগিত

সাবরাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন

সেন্টমার্টিনের বর্জ্য নেয়া হবে প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল রিসাইক্লিং প্লান্তে

সেন্টমার্টিনের সামগ্রিক সুরক্ষায় কাজ করবে প্রাণ আরএফএল ও ইউএনডিপি

সেন্টমার্টিনে বাড়ছে পর্যটক আগমন, উল্লেসিত দ্বীপবাসী

সমুদ্র শহর কক্সবাজারে সাফ জয়ী নারী ফুটবল দলকে ঐতিহাসিক সংবর্ধনা

সিরিয়া ছেড়েছেন বাশার আল-আসাদ, নিশ্চিত করল রাশিয়া

সৌদি আরব, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন খালেদা জিয়া

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আজ

কক্সবাজারে ৬টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ তিন অস্ত্র ব্যবসায়ী আটক