সংবাদ বিজ্ঞপ্তি :
আল¬াহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আয্হা। এই অকৃত্রিম ভালবাসা ও ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই পারস্পরিক হিংসা-বিদ্বেষ কমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। টেকনাফ উপজেলা ছাত্রলীগের নব-গঠিত কমিটির সভাপতি মো: সোলতান মাহমুম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টেকনাফবাসীসহ সকল মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এক বিবৃতিতে তারা টেকনাফবাসীসহ সকল মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আসুন, আমরা সকলে পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে বিভেদ-বৈষম্যহীন সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।