সাইফুদ্দীন মোহাম্মদ মামুন,টেকনাফ :
টেকনাফের সাবরাং ইউনিয়নের রুহুল্ল্যার ডেপা এলাকায় অভিযান চালিয়ে মো: হোসেন (৩৭) নামে এক মানবপাচারকারীকে আটক করেছে টেকনাফ মডেল থানার পুলিশ। আটককৃত মানবপাচারকারী হচ্ছে, টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার বাট্রা ছালেহর ছেলে । সোমবার (৭সেপ্টেম্বর) ভোর ৪ টার দিকে এএসআই আমিরুল ইসলামের নেতৃত্বে বাড়ি থেকে তাকে আটক করা হয়। উক্ত মানবপাচারকারী স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত মানবপাচারকারী। তার বিরুদ্ধে হত্যাসহ মানবপাচারের মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে বলে সত্যতা নিশ্চিত করে জানান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার।