ছৈয়দুল আমিন চৌধুরী, টেকনাফ :
সীমান্ত উপজেলা টেকনাফে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে টেকনাফ মডেল থানার পুলিশ। ১৮ সেপ্টেম্বর শুক্রবার ভোর ৫ টার দিকে থানার এসআই গৌতম রায় সরকার এর নেতৃত্বে একদল পুলিশ টেকনাফ সদর ইউনিয়নের হাজমপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, এলাকার মুসল্লীরা ফজরের নামাজ শেষে ফেরার পথে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। উদ্ধারকৃত মৃত ব্যক্তিটি কিছুদিন ধরে উক্ত এলাকার ঘুরাফেরা করত বলে এলাকাবাসী জানিয়েছেন। তবে তাকে কেউ চিনতেন না।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান খোন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- স্থানীয়দের সংবাদের ভিত্তিতে অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে ময়না তদন্ত শেষে লাশটি আন্জুমান মুফিজুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়েছে।
মোবাইল : ০১৮১৯-০৩৬৪৬০, ০১৭১২-২১৫৫৪৭. ই-মেইল : coxsbazaralo@gmail.com