সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ :
টেকনাফে ১ হাজার ৫০ পীচ ইয়াবা সহ ২ জন মিয়ানমার রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। ১৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টার দিকে নয়াপাড়া সড়ক থেকে ইয়াবাসহ ২ জনকে আটক করে নয়াপাড়া বিওপি সদস্যরা। টেকনাফস্থ ৪২ রাইফেলস ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আব্দুল হান্নান খাঁন জানিয়েছেন, বিজিবি সদস্যরা টহল দেয়ার সময় নয়াপাড়া সড়কে ২ রোহিঙ্গার শরীর তল্লাশী চালিয়ে ১ হাজার ৫০ পীচ ইয়াবা উদ্ধারসহ তাদেরকে আটক করে। ইয়াবাসহ আটক ২ রোহিঙ্গার বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা বলে জানা গেছে।