সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ :
মুসলিম উম্মাহর ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা’কে কেন্দ্র করে টেকনাফের বাজারে গরু-ছাগল বেচাকেনা জমে উঠেছে। বেড়েছে ক্রেতা সমাগমও। কোরবানের দিন যতই ঘনিয়ে আসছে ততোই দেশের বিভিন্ন স্থানে চাকুরীজীবি কিংবা ব্যবসায় থাকা স্থানীয় লোকজন গ্রামের বাড়িতেই এসে ঈদ করার পাশাপাশি কোরবানীর গরু ক্রয়ে ছুটে যাচ্ছে চাহিদা অনুযায়ী গরু ক্রয়ের জন্য। গত বছরের চেয়ে এবারে গরুর দাম একটু বেশি। ৩০ভাগ মানুষ ইচ্ছেনুযায়ী গরু ক্রয় করলেও ৭০ভাগ মানুষ (ক্রেতা) তাকিয়ে আছে গরুর কমতি মূল্যে ক্রয়ের দিকে। গরু কিনতে আসা অলিয়াবাদের ফার্মেসী নাফ ড্রাগ হাউজের মালিক ফয়েজ আহমদ বলেন,কোরবানী করার জন্য গরু কিনতে গরু বাজারে এসেছি। তাই ক্রয় করার জন্য বিভিন্ন জায়গায় পছন্দের গরু খুজে বেড়াচ্ছি। অন্যদিকে গরু কিনতে আসা অলিয়াবাদের ফার্মেসী নাফ ড্রাগ হাউজের মালিক ফয়েজ আহমদ বলেন,কোরবানী করার জন্য গরু কিনতে গরু বাজারে এসেছি। তাই ক্রয় করার জন্য বিভিন্ন জায়গায় পছন্দের গরু খুজে বেড়াচ্ছি। অন্যদিকে শুক্রবার গরু কিনতে আসা ক্রেতার মধ্য থেকে কয়েকজন বলেন, বড় সাইজের একটি গরু কিনে একজনের পক্ষে কোরবানী দেওয়া একদম অসম্ভব। কারণ এবার গরুর দাম অনেক বেশি। তাই আমরা নিজেও ছোট গর নিয়ে কোরবানী দেব অথবা কয়েকজন মিলে শেয়ার করে কোরবানী করব।