নিজস্ব প্রতিবেদক :
টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শীর্ষ মানবপাচারকারী ও হত্যা মামলার আসামী মৌলভী আলী আহমদ(৩০)কে আটক করেছে পুলিশ। সে সাবরাং ইউনিয়নের মৃত ঠান্ডা মিয়ার ছেলে। ২সেপ্টেম্বর বুধবার সকাল ৭টার দিকে উপজেলার সাবরাং বাজার থেকে তাকে আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার আটকের সত্যতা নিশ্চিত করে জানান, সে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত মানবপাচারকারী। তার বিরুদ্ধে হত্যাসহ মানপাচারের মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। স্থানীয় সূত্র জানায়, মৌলভী আলী আহমদ দীর্ঘদিন এলাকায় ছিলেন না। কয়েকদিন আগে তিনি বাড়িতে আসেন।