নিজস্ব প্রতিবেদক :
টেকনাফে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত দুই মানব পাচারকারীকে আটক করেছে টেকনাফ মডেল থানার পুলিশ। আটককৃতরা হচ্ছে, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার মৃত আবুল হাসেমের ছেলে মোঃ আবু তাহের (৫০) ও একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে করিম উল্লাহ (৪২)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান খোন্দকার জানান, বৃহস্পতিবার ভোরে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজহারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকায় মানব পাচাকারীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে মানব পাচার করে আসছিল বলে জানায়। তবে এদের বিরুদ্ধে মানবপাচারের মামলা রয়েছে। আটক দুই জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন।