নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে টেকনাফ মডেল থানার পুলিশ । আটককৃত পাচারকারী হচ্ছে, টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার মৃত মোজাহার মিয়ার ছেলে মো: চান মিয়া (৪০)। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
টেকনাফ মডেল থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।