টেকনাফ প্রতিনিধি :
টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৩০লক্ষ টাকা মূল্যের ১০হাজার পিস পরিত্যক্ত ইয়াবা বড়ি উদ্ধার করেছে। সুত্র জানায়, ১২ সেপ্টেম্বর সকাল ১১ টারদিকে মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির নায়েব সুবেদার মোঃ শামসুল আলমের নেতৃত্বে জওয়ানেরা নতুন ট্রানজিট ঘাট এলাকায় অবস্থান নেয়। কয়েকজন লোক নৌকাযোগে ট্রানজিট ঘাটের কাছাকাছি পৌঁছলে বিজিবি জওয়ানেরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় নৌকা হতে লাফ দিয়ে পাশ্ববর্তী কেওড়া বনে ঢুকে যায়। বিজিবি জওয়ানেরা ঘটনাস্থল হতে একটি ইয়াবার পুটলা উদ্ধার করে। যা ব্যাটেলিয়ন সদরে নিয়ে গণনা করে ৩০ লক্ষ টাকা মূল্যের ১০হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। তা পরবর্তীতে মিডিয়া কর্মীদের প্রকাশ্যে ধ্বংসের জন্য ব্যাটেলিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে ভারপ্রাপ্ত অধিনায়কের পক্ষে উপ-পরিচালক মো: আজহারুল ইসলাম জানান।