সাইফুল ইসলাম,টেকনাফ :
টেকনাফ সীমান্তে এককোটি আশি লাখ টাকা মূল্যের ৬০ হাজার ইয়াবার বিশাল চালান জব্দ করেছে ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৩ সেপ্টেম্বর বুধবার ভোররাত সাড়ে ৩ টার সময় বিজিবি ৪২ ব্যাটলিয়েনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল হান্নান খাঁন এর নেতৃেত্ব দমদমিয়া বিওপির জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীর অভ্যন্তরে জইল্যার দ্বীপে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্হায় ইয়াবার বড় চালানটি জব্দ করতে সক্ষম হয় বলে জানায়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে এই চালানটি আনা হচ্ছিল বলে বিজিবি সূত্র জানায় এবং এ ধরনের অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণে সীমান্ত রক্ষী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত ইয়াবা বর্তমানে ৪২বিজিবি সদর দফতরে রাখা হয়েছে এবং পরবর্তীতে উর্ধ্বতন কতৃপক্ষের উপস্তিতে ধ্বংস করা হবে বলে বিজিবি ৪২ ব্যাটলিয়ানের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজর আবদুল হান্নান খাঁন জানিয়েছেন।