কক্সবাজার আলো :
সারা দেশের ন্যায় পর্যটন নগরী কক্সবাজার শহরসহ জেলাব্যাপী পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। ধর্মীয় ভাব গাম্ভির্যের মধ্য দিয়ে উৎসাহ উদ্দীপনায় এবার ত্যাগের মহিমায় ভাস্বর কোরবানীর ঈদ উদযাপন করেছে কক্সবাজার জেলাবাসী। ঈদের দিন শুক্রবার সকাল থেকে রুদ্রকরোজ্জল পরিবেশ দেখা গেছে। সারাদিন রোদেলা পরিবেশে সুন্দরভাবে নামাজ আদায় করতে পেরেছে সবাই।
জানা গেছে, ধর্মীয় ভাব গাম্ভিয্যের মধ্যদিয়ে মুসলমানদের ২য় বৃহত্তম উৎসব ঈদুল আযহা নানা আয়োজনে (২৫ সেপ্টেম্বর ১৫) পালিত হয়। ঈদুল আযহার প্রধান ঈদ জামাত কক্সবাজার পৌরসভায় ব্যবস্থাপনায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮ টায় অনুষ্ঠিত হয়। ঈদের জামাতের নামাজে ইমামতি করেন কক্সবাজার কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক। একই দিন বিভিন্ন সময়ে কক্সবাজার কেন্দ্রিয় জামে মসজিদ, বদর মোকাম জামে মসজিদ ও দক্ষিণ বাহারছড়াস্থ বায়তুস সালাত জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে ঈদ জামাতের পরপরই ঈদের কোলাকুলি ,ঘরে-ঘরে কোরবানীর মাংস রান্না পোলাও খাওয়া, দুপুর থেকে বাড়ী বাড়ী যাওয়া, সিনেমা হল, পার্কে বেড়ানোর ধূম পড়ে যায়। আজ বিকেলে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সৈকতে বিপুল দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করা যাচ্ছে।