নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার থেকে বহুল প্রচারিত দৈনিক ইনানীর সম্পাদক ও প্রকাশক ইফতেখার উদ্দিন চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গত ৩০ আগস্ট বিকেলে হঠাৎ বুকে ও মাথায় ব্যথা অনুভব করলে তাকে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করেন। তিনি বর্তমানে চট্টগ্রাম সাউদার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
তার আশু সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেছেন।