গোলাম ফারুক সভাপতি ও মোস্তাফিজুর রহমান সম্পাদক নির্বাচিত
নুরেহাবিব সোহেল,পঞ্চগড় :
দীর্ঘ একযুগ পর বোদা উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২২ সেপ্টেম্বর বোদা মহিলা মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ হাবীব বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খাঁন। বোদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা,সাধারণ সম্পাদক ফারুক আলম টবি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোদা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক রবিউল আলম সাবুল,পাথরাজ কলেজের উপাধাক্ষ্য আমিনুল ইসলাম প্রমুখ। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মখলেছার রহমান। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলন উদ্বোধন করেন পঞ্চগড় জেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম। সন্ধ্যায় ২য় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গোলাম ফারুক সভাপতি পদে ও সাধারণ সম্পাদক পদে মোস্তফিজুর রহমান নির্বাচিত হয়।