মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০১৫ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কক্সবাজার
  9. করোনাভাইরাস
  10. খেলাধুলা
  11. জাতীয়
  12. জেলা-উপজেলা
  13. পর্যটন
  14. প্রবাস
  15. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ধস্তাধস্তি

প্রতিবেদক
কক্সবাজার আলো
সেপ্টেম্বর ২৯, ২০১৫ ৩:৪৩ অপরাহ্ণ
পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ধস্তাধস্তি

কক্সবাজার আলো ডেস্ক :
মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল ও ফের পরীক্ষা গ্রহণের দাবিতে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দাবি আদায়ে আজ মঙ্গলবার বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিলে পুলিশ তাদের বাধা দেয়। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় সেখান থেকে ঢাকা মেডিকেলের পথে মিছিল শুরু হলে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নিলে সেখানেও পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা ঢামেক হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নিয়েছে। সেখানে তাদের ঘিরে রেখেছে পুলিশ। আর শিক্ষার্থীরা ‘কলেজ প্রাঙ্গণে পুলিশ কেন, শিক্ষার্থীদের গায়ে হাত কেন’ ইত্যাদি স্লোগান দিচ্ছে।মুন্সী আব্দুর রব কলেজ থেকে আসা মেডিকেল পরীক্ষার্থী ওয়াফি ইসলাম বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা একত্রিত হই। সেখানে পুলিশের বাধার মুখে পড়ি। এ সময় যারা মেডিকেলে ভর্তি হচ্ছেন তাদের কড়া সমালোচনা করেন তিনি।

সর্বশেষ - কক্সবাজার

https://coxsbazaralo.com/