সংবাদ বিজ্ঞপ্তি :
জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার জেলার সভাপতি জহিরুল ইসলাম সিকদার ও সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী শ্রমিকলীগের নেতা-কর্মীদের শুভেচ্ছায় ব্যাপকভাবে সংবর্ধিত হয়েছেন। কেন্দ্রিয় কমিটি কর্তৃক কক্সবাজার জেলার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়ার পর বৃহস্পতিবার বিকালে বিমান যোগে কক্সবাজার আসেন এ দুই নেতা। তারা বিমান বন্দরে পৌঁছার আগে সেখানে জড়ো হন শ্রমিকলীগ ও তার সহযোগী সংগঠণের নেতা-কর্মীরা। এসব নেতা-কর্মীরা শ্লোগানে ও ফুলে-ফুলে শুভেচ্ছা জানান সভাপতি ও সাধারণ সম্পাদককে।
নেতা-কর্মীদের সংবর্ধনা জবাবে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল বাংলাদেশ করতে শ্রমিকলীগের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এরপর গাড়ি বহর নিয়ে শ্লোগানে শ্লোগানে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা। তারপর জেলা আওয়ামীলীগের কার্যালয়ে গিয়ে শেষ হয় তাদের যাত্রা। ওখানে এ সংক্ষিপ্ত সমাবেশে কক্সবাজারে শ্রমিকলীগকে একটি মডেল সংগঠণে রূপ দেয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা।
এসময় তাদের সাথে ছিলেন, ঝিলংজা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুদরত উল্লাহ সিকদার, জেলা শ্রমিকলীগ নেতা জাগির হোসেন, নাজির হোসেন, দিদারুল আলম, মোহাম্মদ জাহাঙ্গীর, শফিকুল ইসলাম কালু, খোরশেদ হক, শাওনেয়াজ চৌধুরী ভূট্টো, অপু ধর, জাহাঙ্গীর আলম চৌধুরী, নাছির উদ্দিন, আমিন শরীফ, শাহিন আহমদ, এম আবু তাহের রানা, নুরুল আলম নুরু, ইয়াহিয়া, সিরাজুল করিম, আলমগীর, আবদুস সাত্তার, নেজাম উদ্দিন শাওন, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, শাওনেয়াজ চৌধুরী, সাইফুল কবির সাইকী, লুৎফুর রহমান, রাহাত উদ্দিন বাপ্পী। কক্সবাজার পৌর শ্রমিকলীগের এম ওসমান গণি, সাইফুল হোসেন, শাওনেয়াজ কবির, সালাউদ্দিন, গিয়াস উদ্দিন হাজারী, ঝিলংজা ইউনিয়ন যুবলীগের সভাপতি ইরফান উদ্দিন, সাধারণ সম্পাদক রুবেল মিয়া, নিমার্ণ শ্রমিক ইউনিয়নের আহবায়ক কবির আহমদ, যুগ্ন আহবায়ক বেলাল আহমদ, সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ, আটো রিক্সা-টেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি জিন্নাত আলী, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, মো. আনোয়ার করিম, বিদ্যু কর্মচারী শ্রমিকলীগের সভাপতি উৎপল বড়–য়া, মিনহার শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা মোহাম্মদ ইমরান, ছৈয়দুল হক, বাংলাদেশ পোষ্টম্যান কর্মচারী ইউনিয়নের নেতা রহিমুল্লাহ সিকদার, পানি উন্নয়ন বোর্ড কর্মচারী লীগের সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উখিয়া উপজেলা শ্রমিকলীগের নেতা সরওয়ার কামাল পাশা, অমূল্য বড়–য়া, হোটেল শ্রমিকলীগের সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, ইকবাল, শমসু, পরিমল, স্বপণ বাবুর্চি, বৃহত্তর সৈকত হকার্স শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, সদস্য মো. আলী, ঝিলংজা ইউনিয়ন আওয়ামীলীগের নেতা আলহাজ হাবিবুল হক চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. আবদুল্লাহ, আনোয়ার, বিকাশ, ঈদগাঁও সংগঠণিক উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, পেকুয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, চকরিয়া পৌর শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধলু, চকরিয়া উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মো. জামাল, রামু উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো, ওসমান, মহেশখালী উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. জাকারিয়া ও সাধারণ সম্পাদক সরওয়ার আলম প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারী জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার জেলা শাখার সম্মেলনে জহিরুল ইসলাম সিকদার সভাপতি ও শফিউল্লাহ আনসারী সাধারণ সম্পাদক নির্বাচিত হলে ওই দিন সম্মেলনে কমিটিটি ঘোষনা করা হয়েছিল। পরে গত ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটি বরাবরে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি জমা দেয়া হয়। ১৫ সেপ্টেম্বর সকালে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় সভাপতি শুক্কুর মাহমুদ ও সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধা সিরাজুল ইসলাম এ কমিটি অনুমোদন দেন। কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক বৃহস্পতিবার কক্সবাজার আসেন।