এস.এম.ছগির আহমদ আজগরী,পেকুয়া :
পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের জালিয়াপাড়া এলাকায় অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ বন্ধে এলাকাবাসী মানব বন্ধন করেছে। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টার দিকে উক্ত মানব বন্ধন অনুষ্টিত হয়। এলাকাবাসী জানান, উক্ত অসামাজিক কার্যকলাপ বন্ধে এলাকার শত শত পরিবার একত্রে হয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও পেকুয়া থানা অফিসার ইনচার্জ বরাবরে স্মারকলিপি দেওয়ার প্রস্ততি নিচ্ছেন। তথ্য সুত্রে জানা যায়, একই উপজেলার রাজাখালী ইউনিয়নের আশরাফ মিয়া নামের এক ব্যক্তি মগনামা ইউনিয়নের জালিয়াপাড়া এসে বিবাহ করে বসবাস করে আসছিল। ওই আশরাফ মিয়া পূর্বের পরিবারের তিন জন যুবতী মেয়েকে রাজাখালী নিজ বাড়ি থেকে ওই ঘরে নিয়ে আসে। ওই মেয়েদের মধ্যে একজনকে জোরপূর্বক বিবাহ প্রদান করিয়ে দেয় স্থানীয় নুরুল হোছাইনকে। এ দিকে আশরাফ মিয়ার পরিবারের আত্মীয় পরিচয় দিয়ে পেকুয়া, রাজাখালী, মগনামা এলাকার বিভিন্ন যুবক ছেলে আসা যাওয়া করে। এমনকি তার যুবতী মেয়েকে দিয়ে এলাকায় অসামাজিক কার্যকলাপ শুরু করে। এ সমস্ত অসামাজিক কার্যকলাপ এলাকার লোকজন বাধা দিলে পাড়ার সর্দার কলিমুল্লার ছেলে ওই আশরাফ মিয়ার মেয়েকে ধর্ষন চেষ্টা করেছে বলে মিথ্যা অভিযোগ প্রদান করে। পরে আশরাফ মিয়া থানার মাধ্যমে সর্দার কলিমুল্লাহর নিকট থেকে ৪০ হাজার টাকা জরিমানা করে। এ দিকে এভাবে আশরাফ মিয়া তার যুবতী মেয়ে দ্বারা এ ভাবে অসামাজিক কার্যকলাপের মাধ্যমে আরো লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা করতেছে। এ ভাবে অন্য একজন ছেলেকে নিয়ে গত ১৯ সেপ্টেম্বর অন্য একটি ঘটনা ঘটিয়ে ফের মিথ্যা মামলা দেওয়ার পায়তারা করতেছে। এ ভাবে ওই আশরাফ মিয়ার অসামাজিক কার্যলাপে এলাকার লোকজন অতিষ্ট হয়ে সকলে একত্রিত হয়ে মানব বন্ধন করে। মানব বন্ধনে উপস্থিত ছিলেন সমাজ সর্দার আবদুল খালেক, মোজাফ্ফর আহমদ, সমাজ সর্দার জমির হোছন, কলিম উল্লাহ, বাদশা, রাহমত উল্লাহ, উকিল আহমদ, লিয়াকত আলী, মোস্তাফিজ, আশরাফ আলী, আছান উল্লাহ, মনছুর প্রমুখ।