পেকুয়া প্রতিনিধি :
পেকুয়ায় অর্ধ ডজন মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২ সেপেম্বর গভীর পাশ্ববর্তী চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। থানায় তথ্য ও জনসংযোগ বিভাগে দায়িত্বরত কনস্টেবল মোঃ হাসানের দেয়া তথ্য সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মোঃ জুয়েল চৌধুরী ও মনতোষ চাকমার নেতৃত্বে একদল পুলিশ চকরিয়া উপজেলার দূর্গম পাহাড়ি জনপদ হারবাং ইউনিয়নে অভিযান চালিয়ে অর্ধ ডজন মামলার পলাতক আসামী মোঃ আবু তাহের(৩২)কে গ্রেপ্তার করে পুলিশ। সে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকার মোঃ ইছমাঈলের পুত্র। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ধারা ছাড়াও মাদক পাঁচার এবং বিভিন্ন অপরাধ মূলক ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ৬টি মামলায় বিজ্ঞ আদালতের ওয়ারেন্ট জারী ছিল।