ঢাকামঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. ইসলাম

পেকুয়ায় আরো ১৬১ টি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

প্রতিবেদক
কক্সবাজার আলো
২২ সেপ্টেম্বর ২০১৫, ১০:৪৬ অপরাহ্ণ

Link Copied!

এস.এম.ছগির আহমদ আজগরী,পেকুয়া :
কক্সবাজার জেলার পেকুয়া উপজলার অধীনে পেকুয়া ইউনিয়নে সাাম্প্রতিক আকস্মিক বন্যা ও ঘূণিঁঝড় কোমেনে লন্ডভন্ড সাতটি ইউনিয়নের মধ্যে থেকে অত্যাধিক ক্ষতিগ্রস্ত দুইটি ইউনিয়ন (পেকুয়া ও উজানটিয়া) এর পেকুয়া ইউনিয়নে ৫৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিক পর্যায়ে প্রতি পরিবারকে ৩০০০/- টাকা শর্তবিহীন নগদ অর্থ বিতরণ শেষে অদ্য ২২ সেপ্টম্বর ২০১৫ খ্রী: তারিখ বেলা ১১.০০ ঘটিকায় উৎানটিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে শর্তবিহীন নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে শুভ উদ্ভোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো: শাফায়েত আজিজ রাজু। উদ্ভোধক হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: মারাফুর রশিদ খাঁন, পেকুয়া, কক্সবাজার। সভাপিত্বত করেন পেকুয়া ইউনিয়ন চেয়ারম্যান জনাব মো: এম.এইচ. শহিদুল ইসলাম অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কারিতাস চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধি মি: ড্যানিয়েল ছিপু গোমেজ, মাঠকর্মকর্তা (ডিএম), মি: মহিউদ্দীন, মাঠকর্মকর্তা (সিএমএফপি), মি: রিয়াজ উদ্দীন, এফও ক্লেভ প্রকল্প, রাজু বড়–য়া, এসি, মি: বিপল্প, ইসি. (আলোঘর প্রকল্প), এনজিও প্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য বক্তিবর্গ। উপজেলা নির্বাহী অফিসার ব্যস্ততার কারণে সভাপতি মহোদয়কে উদ্ধোধনীর দায়িদ্ব অর্পন করায় সভাপতি মহোদয় বলেন বন্যার্তদের সহায়তার কাজে কারিতাস সরকারের সাথে সমন্বয় করে এ পর্যন্ত কাজ করেছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো: শাফায়েত আজিজ রাজু তার বক্তব্যে বলেন কারিতাস নিজস্ব দক্ষ টিম দিয়ে ১২১৩টি পরিবার পেকুয়া ইউনিয়নে জীরপ করে আজ ৫৫০ পরিবারকে ৩০০০/- টাকা শর্তবিহীন নগদ অর্থ বিতরণ করায় এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন আপদানের পরিবারের প্রয়োজনীয় জিনিস এই ৩০০০/- টাকা দিয়ে ক্রয় করবেন; কারিতাসের জরীপ কাজ চলাকালীন আমরা সরজমীনে পর্যাবেক্ষণ করেছি তারা নিরপেক্ষভাবে আধুনিক নীতিমালা প্রনয়ন করে ১৬১টি পরিবারকে সনাক্ত করেছেন কারো কোন ধরনের সুপারিশ কারিতাস গ্রহণ না করে প্রকৃত বেশি ক্ষতিগ্রস্তদের আমরা পেকুয়া ইউনিয়নবাসী কারিতাসের এই মহৎ উদ্যোগের জন্যে অশেষ ধন্যবাদ। এছাড়া ইউনিয়ন চেয়ারম্যান/সভাপতি এর এম.এইচ. শহিদুল ইসলাম বলেন আগামী অক্টোবর মাসে কাজের বিনিময়ে অর্থ কর্মসূচির অধীনে ভেঙ্গে যাওয়া সড়ক মেরামতের বিপরীতে (নারী-পুরুষ) দৈনিক ৬ ঘন্টা করে ১৫ দিন সড়ক মেরামতের কাজ করে পূনরায় ৩০০০/- টাকা পাবেন এবং সকল লেদদেন উপকারভোগীগন বিকাশ একাউন্টের মাধ্যমে পাবেন। কারিতাস জনগনের অংশগ্রহণ নিশ্চিত করে অতি স্বচ্ছতার সহিত আধুনিক অভিনব পদ্ধতি ব্যভহার করে বিকাশের মাধ্যমে সকল লেনদেন করার জন্যে কারিতাসকে ধন্যবাদ জানাচ্ছি।

আরও পড়ুন

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে: প্রধান উপদেষ্টা

সালাহউদ্দিন আহমদের ‘নাম ভাঙ্গিয়ে’ প্রতারণা, গুলশান থানায় জিডি

কক্সবাজারের ৪ থানার ওসি প্রত্যাহার

জাতীয় নাগরিক কমিটিতে কক্সবাজারের সুজা

কক্সবাজারে নতুন পুলিশ সুপারের যোগদান

‘জুলাই বিপ্লবে’ শহিদদের স্বপ্ন বাস্তবায়ন করা হবে: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না, সতর্ক করলেন প্রধান উপদেষ্টা

মা হলেন দীপিকা পাড়ুকোন

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে

রামুতে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে মসজিদ ও মন্দিরে বিদ্যুৎ বিচ্ছিন্ন সংযোগ চালু

বাংলাদেশে ওয়ানপ্লাস-এর প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার