পেকুয়া সংবাদদাতা :
কক্সবাজারের পেকুয়ায় কর্মরত সংবাদকর্মীদের ঈদ পূর্ণমিলণী ও বনভোজন ৩০সেপ্টম্বর বুধবার। এ উপলক্ষ্যে চলছে যাবতীয় নানা প্রস্তুতি। বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন(বিওজেএ)র’ পেকুয়া শাখার সভাপতি ও পেকুয়ার সাংবাদিক সমাজের ঈদ পূর্ণমিলণী ও বনভোজন প্রস্তুতি কমিটির আহব্বায়ক সাংবাদিক এস.এম.ছগির আহমদ আজগরীর বরাত দিয়ে জানা গেছে, আগামী ৩০ সেপ্টম্বর বুধবার দুপুরে উপজেলার শিলখালী ইউনিয়নের চির অবহেলিত ঐতিহ্যবাহি বারবাকিয়া-হারবাং সংযোগ সড়ক লাগোয়া পাহাড়ি পাদদেশে পেকুয়ায় কর্মরত সংবাদকর্মীদের ঈদ পূর্ণমিলনী ও বনভোজন কর্মসূচীর অনুষ্টিত হবে। এতে অনুষ্টানের শুভ উদ্বোধক হিসাবে পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু’র সম্মতি প্রার্থনার পাশাপাশি অতিথি আসন অলংকরনের জন্য পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুর রশিদ খান, পেকুয়া থানা অফিসার ইনচার্জ(প্রশাসন) মোঃ আবদুর রকিব, ওসি (তদন্ত) এম.শহিদ উল্লাহ ও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা বাবু উত্তম কুমার পাল ছাড়াও স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি, সমাজ প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য নেতৃস্থানীয়দের প্রতি আমন্ত্রনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন (বিওজেএ)র’ পেকুয়া শাখার সাধারণ সম্পাদক এম.কফিল উদ্দিন বাহাদুর সূত্র নিশ্চিত করেছেন।