নিজস্ব প্রতিনিধি, পেকুয়া :
পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের প্রবাহমান বামলা পাড়া খালে দেয়া ১০টিরও অধিক বেড়া উচ্ছেদ করলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মারুফুর রশীদ খান। স্থানীয় কয়েকজন প্রভাবশালী এসব বেড়া দেওয়াতে বামলা পাড়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
স্থানীয় এলাকাবাসীরা জানান, প্রবাহমান বামলা পাড়া খালে স্থানীয় কয়েকজন প্রভাবশালী কিছুদিন যাবৎ বেড়া দিয়ে মৎস ঘেওে পরিণত করেছিল। স্থানীয়দের অভিযোগ অনুসারে গত ৫সেপ্টেম্বর(শনিবার) পেকুয়ার ইউএনও মোঃ মারুফুর রশীদ খান সরেজমিনে পরিদর্শনে গিয়ে সত্যতা পেলে নিজেই পানিতে নেমে উক্ত বেড়া সমূহ উচ্ছেদ করেন। অবৈধভাবে প্রবাহমান খালে বেড়া দেওয়ার দায়ে ৮জনকে অর্থদন্ডও দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ভ্রাম্যমান আদালত। অভিযুক্ত স্থানীয়রা হলেন যথাক্রমে আব্বাছ, টিপু, মাহাদু, মোস্তাক, ইউছুপ, শান্ত, শমসু ও মৌলভী শকির। তাদের প্রত্যেককে ১হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ভ্রাম্যমান আদালত চলাকালীন সময়ে রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চৌং বাবুল, স্থানীয় ওয়ার্ড মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মারুফুর রশিদ খান বলেন, কোনভাবে অবৈধভাবে খাল দখলকারীদের ছাড় দেওয়া হবে না।