এফ এম সুমন, পেকুয়া :
পেকুয়ার প্রবীন শিক্ষক পেকুয়া সদর ইউনিয়নের মিয়া পাড়ার স্থায়ী বাসিন্দা শফিউল আলম প্রকাশ (শফি মাষ্টার) শুক্রবার সন্ধ্যা ৭ টার সময় চকরিয়া জমজম হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেন।ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহে রাজিউন…।তার মৃত্যুতে পরিবার ও আত্মীয় স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।তিনি ৩পুত্র,২কন্যা সহ অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তিনি দীর্ঘদিন পেকুয়া কোপ্রারেটিভ ক্রেডিট ইউনিয়নের ্প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।তার মৃত্যুতে পেকুয়া কোপ্রারেটিভ ক্রেডিট ইউনিয়নের সদস্য ও নেতৃবৃন্দের কাছে শোকের ছায়া নেমে এসেছে।