এস এম আরোজ ফারুক, কক্সবাজার :
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া দেশের কোন মন্ত্রীই সফল নয়। শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বেই দেশ এগিয়ে যাচ্ছে অসাম্প্রদায়িক চেতনায়। মন্ত্রী আজ সকালে কক্সবাজারে শ্রী শ্রী জন্মাষ্টমীর আলোচনা সভায় একথা বলেন। সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, আব্দুর রহমান বদি, জেলা পরিষদ প্রমাসক মোস্তাক আহমেদ চৌধুরীসহ আওয়ামীলীগ ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন ভারতের সাথে বাংলাদেশের অবিশ্বাসের দেয়াল ভাঙ্গতে শুরু করেছে। আর তা সম্ভব হয়েছে শেখ হাসিনা বলিষ্ট নেতৃত্বের কারনে। পরে মন্ত্রী বেলুন উড়িয়ে জন্মাষ্টমরি মহা শোভাযাত্রার উদ্বোধন করেন।