মাথা ভর্তি টাক। মুখে নেই একটাও দাঁত। চোখে আংশিক অন্ধত্ব। তাতেও আটকায়নি মডেল হওয়া। বরং ছোটবেলার স্বপ্নকে সফল করে ফ্যাশন দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছেন মেলানি গেডোস। কানেকটিকাটের বাসিন্দা মেলানি নিজের রূপেই অনন্যা। ছোটবেলা থেকে বিরল জিনঘটিত অসুখ Ectodermal Dysplasia-তে আক্রান্ত। এই রোগে অস্বাভাবিক গঠন হয় চুল দাঁত এবং নখের। ফলে মেলানি এখন চুল ও নখহীন। তাই নিয়েই মডেলিং করেন তিনি। শুরু থেকেই লার্জার দ্যান লাইফ হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। এক পুরুষবন্ধুর কথায় আরম্ভ করেন মডেলিং। সঙ্গে বাঁচিয়ে রেখেছেন ফাইন আর্টের প্রতি প্রেমও। মেলানি কিন্তু পরচুল ব্যবহার করেন না। পরেন না বাঁধানো দাঁতও। কেন? তার কথায়‚ নকল দাঁত পরলে তাঁ কথা বুঝতে হয়তো অন্যদের সুবিধে হয়। কিন্তু তার নিজের অসুবিধা হয়। আর তাছাড়া‚ তার এই বিরল রূপ তো একমাত্র তাঁই আছে। অন্য কারো নেই। তাই‚ এই রূপেই সবাইকে মুগ্ধ করতে চান মেলানি।