কক্সবাজার আলো ডেস্ক :
দেখতে দেখতে বলিউডে পা রেখেছেন ৫ বছর হয়ে গেছে। তাও শুরুর দিকের কথা ভুলতে পারেননি সোনাক্ষী সিনহা। তিনি জানিয়েছেন, রুপালি দুনিয়ায় যাত্রা শুরুর সময় তাঁকে পথ দেখিয়েছিলেন সুপারস্টার সালমান খান। এজন্য তাঁকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
এই মুহূর্তে বুদাপেস্তে তাঁর আসন্ন ছবি “ফোর্স-২”-এর শ্যুটিংয়ে ব্যস্ত শত্রুঘ্ন-কন্যা। সোনাক্ষী টুইটারে লিখেছেন, বলিউডে তাঁর পথচলা শুরু হয়েছিল “দাবাং” খানের হাত ধরেই। ছবিটির সহ প্রযোজক ছিলেন আরবাজ খান।
দাবাং থেকে “ফোর্স ২”.. ৫ বছরের এই যাত্রায় পথ দেখানোর জন্য টুইটারে সালমান খান @BeingSalmanKhan এবং আরবাজ খানকে @arbaazSkhan ধন্যবাদ দিয়েছেন তিনি।
৫ বছরে ১৩ টি ছবি করে ফেলেছেন সোনাক্ষী। ৫ বছর ধরে তাঁর পাশে থাকার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সূত্র: এবিপি আনন্দ