কক্সবাজার আলো ডেস্ক :
“নাটক হোক বিশ্বাসের প্রকাশ” এই শ্লোগানকে ধারন করে সৃজনশীল নাটক নির্মানে কাজ করছে বাংলাদেশ থিয়েটার প্রাঙ্গন। সম্প্রতি রাজধানীর একটি মিলনায়তনে এর নতুন কমিটি গঠন করা হয়। মোঃ মাহদী হাসান কে পরিচালক, নোমান হোসাইন ও জাহিদুল গনি কে সহকারি পরিচালক করে ২০১৫ সালের বাকী সেশনের জন্য কমিটি গঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ থিয়েটার প্রাঙ্গনের সাবেক পরিচালক আবু সাইদ খান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিয়েটার প্রাঙ্গনের স্বপ্নদ্রষ্টা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা মনোয়ার।
কমিটিতে অর্থ ও প্রশিক্ষন সম্পাদক হোসাইন আহমদ মাসুম, অফিস সম্পাদক হোসনে মুরাদ তারিফ, পাঠাগার ও প্রকাশনা সৈয়দ আহামেদ রাজু, আইটি ও প্রচার আফজাল হোসাইন, মিডিয়া সম্পাদক হাসান আল বান্না, কিশোর বিভাগের পরিচালক হোসনে মোবারক সৌরভ, শিশু বিভাগের পরিচালক তাহসিনুল ইসলাম প্রিন্স কে দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়ারও থিয়েটার প্রাঙ্গণের উপদেষ্টা মোঃ আরিফুল ইসলাম, আজহারুল ইসলাম শো‘আইব, মইন উদ্দিন বকুল, মিরাদুল মুনীম, নাসির উদ্দিন আল মামুন, এম.এ রাজ্জাক সাবেক সহঃ পরিচালক মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।