নুরেহাবিব সোহেল,পঞ্চগড় :
“ স্বাক্ষরতা আর দক্ষতা টেকসই সমাজের মূল কথা ” এই পতিপাদ্য কে সামনে রেখে বোদায় আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি বোদা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালীর নের্তৃত্ব দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার(ভূমি) গোলাম রব্বানী। র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন উপজেলা শিক্ষা অফিসার নূর-ই ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সলিমুল্ল¬াহ্,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক আলম টবি,যুগ্ন সম্পাদক ও বোদা গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল। বর্নাঢ্য র্যালীতে উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।