কক্সবাজার আলো ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মক্কায় হজ পালনকালে মর্মান্তিকভাবে পদদলিত হয়ে হতাহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে দুই পবিত্র মসজিদের খাদেম ও সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের কাছে এক বার্তা পাঠিয়েছেন।
বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘মিনায় আজ সকালে ৩ শতাধিক হজ পালনকারীর মর্মান্তিক প্রাণহানি এবং আরো কয়েকশ’ জন আহত হওয়ার খবর শুনে আমি মর্মাহত ও অশ্রুসজল।’
প্রধানমন্ত্রী বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন।
তিনি বলেন, বাংলাদেশের সরকার ও জনগণ আমার সঙ্গে আপনার কাছে গভীর শোক এবং আপনার মাধ্যমে বিভিন্ন দেশের হতাহতদের পরিবারের সদস্যদের কাছে আন্তরিক সমবেদনা জানচ্ছে।
তিনি বলেন, তাঁদের হজ কবুল করার ও বেহেশতে সর্বোত্তম স্থান দেয়ার জন্য আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করি। মহান আল্লাহ তাঁদের নিকটজনদের এই অপূরনীয় ক্ষতি বহন করা সাহস ও ধৈর্য্য দিন।