মহেশখালী প্রতিনিধি :
কক্সবাজারের ক্রাইমজোন খ্যাত মহেশখালীতে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার হোয়ানকের পশ্চিমে বঙ্গোপসাগর উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল ইসলাম ভুঁইয়া জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে বিকালে পুলিশ হোয়ানকের পশ্চিমের বঙ্গোপসাগর উপকূলের প্যারাবন লাগোয়া চর থেকে গলিত লাশটি উদ্ধার করা হয়। তবে এমুহুর্তে এর বেশী কিছু বলতে পারছেনা বলে জানান তিনি। এদিকে অভিযোগ উঠেছে, উদ্ধারকৃত এই লাশ নিয়ে একটি পক্ষ তার প্রতিপক্ষকে ফাঁসাতে অপচেষ্টার চালাচ্ছে। গত দু’মাস আগে হোয়ানকে চিংড়িঘের দখল নিয়ে ফেরদৌস বাহিনী ও আকতার হামিদ বাহিনী সংঘর্ষে ফেরদৌসের শালা কালারমারছড়ার ইউনিয়নের ঝাপুয়ার নূর আহমদের পুত্র মৌলভী সেলিম নিখোঁজ হয় বলে দাবী করেন ফেরদৌস। উদ্ধারকৃত লাশটি মৌলভী সেলিমের বলে দাবী করছে ফেরদৌস। তবে আকতার হামিদ বাহিনীর লোকজনের দাবী, তারা আদৌ মৌলভী সেলিমকে অপহরণ বা গুম করেননি। আর লাশটির ডিএনএ পরীক্ষার করলেও এর সত্যতা বেরিয়ে আসবে বলে দাবী করেন তারা। তাই সত্য উদ্ঘাটনের ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের কাছে দাবী করেছেন।