সিলেট প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাই উপজেলার টাংনির হাওরে মাছ শিকার করতে গিয়ে বাবা ও ছেলে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় টাংনির হাওরে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হন ফারুক আহমদ চৌধুরী (৫৫) ও তার ছেলে একসান চৌধুরী (১৩)। তারা উপজেলার তাড়ল ইউনিয়নের তাড়ল গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ফারুক আহমদ চৌধুরী ছেলেকে নিয়ে গ্রামের পাশের টাংনির হাওরে একটি ছোট নৌকায় করে মাছ শিকারে যান। হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাসহ নিখোঁজ হন তারা। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের নিয়ে পুলিশ তাদের সন্ধান করছেন।