নিজস্ব প্রতিবেদক :
টেকনাফের হ্নীলা রংগীখালী এলাকার প্রবীন মুরব্বী, বিশিষ্ট এনজিও সংগঠক নুর নবীর পিতা আবদু রশিদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভোগার পর বৃহস্পতিবার দুপুর ১২ টায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ইন্তেকাল করেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৬ টায় রংগীখালী মাদ্রাসার মাঠে জানায়া শেষে রংগীখালী কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
জানাযায় অংশ গ্রহণ করেন হ্নীলা ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এইচ কে আনোয়ার, আলী খালী সিকদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছাত্রনেতা সরওয়ার কামাল সিকদারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযায় ইমামতি করেন মরহুমের পুত্র নুর নবী মাসুম।
কক্সবাজার আলো ডটকম পরিবারের শোক : বিশিষ্ট এনজিও সংগঠক রংগীখালীর প্রবীন মুরব্বী আবদু রশিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কক্সবাজার আলো ডটকম এর প্রধান সম্পাদক মোহাম্মদ শাহজাহান, ভারপ্রাপ্ত সম্পাদক মো: ছিদ্দিকুর রহমান, নির্বাহী সম্পাদক ছৈয়দ আলম, যুগ্ন-বার্তা সম্পাদক মো: আমিনুল কবির, ব্যবস্থাপনা সম্পাদক আবদুল গফুর প্রমুখ। বিবৃতিতে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।