বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০১৫ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কক্সবাজার
  9. করোনাভাইরাস
  10. খেলাধুলা
  11. জাতীয়
  12. জেলা-উপজেলা
  13. পর্যটন
  14. প্রবাস
  15. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

রেডিও ধ্বনির বিশেষ ঈদ আয়োজন

প্রতিবেদক
কক্সবাজার আলো
সেপ্টেম্বর ২৩, ২০১৫ ৩:৩৪ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক :
ঈদ-উল-আযহা উপলক্ষে দেশের সর্ব প্রথম ডিজিটাল এফ এম নিউজ স্টেশন রেডিও ধ্বনি ৯১.২ এফ এম আয়োজন করেছে তিন দিন ব্যাপি বিশেষ অনুষ্ঠানের। অনুষ্ঠানগুলো প্রযোজনা করেছে রেডিও ধ্বনির অনুষ্ঠান ও এনসিএ বিভাগ।
ঈদের দিন :
সকাল ৯টায় থাকছে ব্রডকাস্টার তাহমিনার উপস্থাপনায় ফোনালাপে তারকারা। দুপুর ২টায় হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমানের উপস্থাপনায় কুরবানি ও হজ্জ নিয়ে বিশেষ অনুষ্ঠান, দুপুর ৩টা ইসহাক ফারুকীর উপস্থাপনায় যুদ্ধকালীন ও যুদ্ধপরবর্তী ঈদ, বিকাল ৪টায় ব্রডকাস্টার ত্রয়ীর উপস্থাপনায় ঈদ সেলিব্রেটি আড্ডা। এতে থাকছেন পরিচালক সোহেল আরমান ও অভিনেত্রী শায়লা সাবি। সন্ধ্যা ৭টায় ঈদ সেলিব্রেটি গেম শো। এতে থাকছেন পরিচালক শরাফ আহমেদ জীবন, অভিনেতা মিশু সাব্বির, অভিনেতা স্বাধীন খসরু ও অভিনেতা মনোজ কুমার। রাত ৯াটায় থাকছে ঈদের বিশেষ রিপোর্টার্স আড্ডা। রাত ১১টায় থাকছে ঈদ আনপ্লাগড নাইট উইথ গানওয়ালা। এতে থাকছেন সঙ্গীতশিল্পী ও কম্পোজার বেলাল খান।
ঈদের দ্বিতীয় দিন :
সকাল ৯টায় থাকছে ব্রডকাস্টার তাহমিনার উপস্থাপনায় ফোনালাপে তারকারা। দুপুর ২টায় ব্রডকাস্টার রিমনের উপস্থাপনায় বিশেষ রাশিবাবা। বিকাল ৪টায় ব্রডকাস্টার ত্রয়ীর উপস্থাপনায় ঈদ সেলিব্রেটি আড্ডা। এতে থাকছেন পরিচালক অঞ্জন আইচ। সন্ধ্যা ৭টায় ব্রডকাস্টার রিমনের উপস্থাপনায় থাকছে  কণ্ঠশিল্পী আমিদ ও উপমা। রাত ১১টায় থাকছে থাকছে ঈদ আনপ্লাগড নাইট উইথ গানওয়ালা। এতে থাকছেন সঙ্গীতশিল্পী ও কম্পোজার জুয়েল মোরশেদ।
ঈদের তৃতীয় দিন :
দুপুর ২টায় ব্রডকাস্টার রিমনের উপস্থাপনায় বিশেষ রাশিবাবা। বিকাল ৪টায় ব্রডকাস্টার ত্রয়ীর উপস্থাপনায় ঈদ সেলিব্রেটি আড্ডা। এতে থাকছেন অভিনেত্রী ও মডেল নুসরাত ফারিয়া মাযহার। সন্ধ্যা ৭টায় থাকছে ব্রডকাস্টার রিমনের উপস্থাপনায় বিশেষ ঈদ আড্ডা। এতে থাকছেন সঙ্গীতশিল্পী অয়ন, ইমরান ও স্নেহাশিষ। রাত ১১টায় থাকছে থাকছে ঈদ আনপ্লাগড নাইট উইথ গানওয়ালা। এতে থাকছেন সঙ্গীতশিল্পী ও কম্পোজার তানজিব সারোয়ার।

সর্বশেষ - কক্সবাজার

https://coxsbazaralo.com/