সাইফুদ্দীন মোহাম্মদ মামুন,টেকনাফ :
টেকনাফে ২১ সেপ্টেম্বর সোমবার কমিউনিটি রেডিও নাফ ৯৯.২ এফএম এর আয়োজনে ও ক্রেল প্রজেক্টের অর্থায়নে ”ট্রেনিং অন রেডিও জার্নালিজম ফর দ্যা কমিউনিটি ইউথ” এর ৩ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান সকাল ৯টায় উপজেলা আইসিসিডিআরবির ক্যাম্পাসে শুরু হয়েছে। এই রেডিও জার্নালিজম প্রশিক্ষণার্থীর সংখ্যা হল ২৫ জন। সবই টেকনাফ ডিগ্রী কলেজের বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রী। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শৃুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোজাহিদ উদ্দিন ও প্রশিক্ষক হিসেবে ঢাকা থেকে আগত ক্রেলের কমিউনিকেশন স্পেশালিষ্ট জিন্নাত আরা আফরোজ ও ক্রেলের কমিউনিকেশন ম্যানেজার মো: তানভীর, ক্রেলের টেকনাফস্থ সাইট অফিসার নেচার আহমেদ উপস্থিত ছিলেন। এতে রেডিও নাফের স্টেশন ম্যানেজার মো: সিদ্দিক হোসেন, প্রোগ্রাম প্রডিউসার হারুন রশিদ, দৈনিক আজকের কক্সবাজার বার্তার টেকনাফ উপজেলা প্রতিনিধি এবং রেডিও নাফের সিনিয়র নিউজ প্রেজেন্টার,রিপোর্টার,প্রোগ্রামার সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, রেডিও নাফের টেকনিক্যাল অফিসার ফারুক হোছাইন আরমান,প্রোগামার আব্দুল গণি রানাসহ প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন। ৩ দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম দিনে ক্রেল প্রজেক্টের পরিচিতি,ক্রেল স্ট্রাকচার,ক্রেল সাইট এন্ড রিজিলিয়েন্স,ক্রেল এন্ড মিডিয়া এংগেজমেন্ট,সুশাসন,জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি,জীবিকায়ন,রেডিও সাংবাদিকতার বিভিন্ন দিক,রেডিওর বিভিন্ন প্রোগ্রাম,পরিবেশ রক্ষায় আমাদের কি কি করণীয়সহ বিভিন্ন বিষয়ে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। উল্লেখ্য, এই প্রশিক্ষণ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।