প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর এসডিজি বিষয়ক শীর্ষ সম্মেলনের কর্ম অধিবেশনে বক্তৃতা দেবেন এবং ৩০সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় বক্তৃতা দেবেন। জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেয়ার পাশাপাশি বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক করবেন তিনি। তেসরা অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিজি জিরো ওয়ান ফাইভ ফ্লাইটটি লন্ডনে যাত্রা বিরতি শেষে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। স্থানীয় সময় বিকেল ৩টা ১৫মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়।
এ সময়, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন তার ছোট বোন শেখ রেহানা, আওয়ামী লীগর সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনার এম এ হান্নান, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ তালহা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুল রহমান ফারুক ও আনোয়ারুজ্জামান চৌধুরী।