কক্সবাজার আলো ডেস্ক :
সংসদে ইসলাম নিয়ে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিয়েই পদত্যাগ করলেন লতিফ সিদ্দিকী শীর্ষ নিউজ, ঢাকা: পবিত্র ইসলাম ধর্মের অন্যতম ফরজ ‘হজ’ ও তাবলীগ জামায়াত নিয়ে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিয়ে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। ১ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এসময় তিনি নিজেকে ইসলামের পূর্ণ অনুসারী বলে দাবি করেন। তিনি বলেন, আমি মুসলমান, বাঙালি ও আওয়ামীলীগার।
সংসদে দেয়া লিখিত বক্তব্যে তিনি দলের প্রতি আনুগত্য প্রকাশের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এর আগেও তিনি স্কুল-কলেজ জীবনে চারবার বহিষ্কৃত হয়েছিলেন। দল থেকে এর আগেও বহিষ্কারের শিকার হয়েছেন দুই বার। তবে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য নয়, দলের ভেতরে অনিয়ম ও দুর্বল নেতৃত্বের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার কারণে।
তার দেয়া বক্তব্যে তিনি দেশবাসীর কাছে ক্ষমাও প্রার্থনা করেন।