জাকারিয়া আলফাজ, টেকনাফ :
প্রবালদ্বীপ সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে নোঙর করা অবস্থায় একটি ফিশিং বোট ডুবির ঘটনা ঘটেছে। ১ সেপ্টেম্বর ভোর ৫ টার দিকে ফিশিং বোট ডুবির ঘটনাটি ঘটে। বোটটির মালিক শাহপরীর দ্বীপ ডেইল পাড়ার ব্যবসায়ী আব্দু শুক্কুরের বলে জানা গেছে।
জানা যায়, ২৯ আগস্ট ফিশিং বোটটি শাহপরীর দ্বীপ জেটিঘাট হতে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা হয়। কিন্তু ৩১ আগস্ট খারাপ আবহাওয়ার কারণে বোটটি সেন্টমার্টিন দ্বীপের উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এক কিলোমিটার দূরত্বে নোঙর করে।মঙ্গলবার ভোরে হঠাৎ বোটটি সাগরের ডুবে যায়। ডুবে যাওয়া অবস্থায় বোটটিতে অবস্থানরত ১১ জন জেলে সাগরে ঝাঁপ দেয়। পরে কোষ্টগার্ড সেন্টমার্টিন স্টেশন খবর পেয়ে স্টেশন কমান্ডার লে. ডিক্সন চৌধুরীর নেতৃত্ব একটি দল উদ্ধার তৎপরতা চালিয়ে ৯ জনকে জীবিত উদ্ধার করেছে।উদ্ধারকৃতরা হলেন,শাহপরীর দ্বীপ এলাকার সৈয়দ হোসেন (২৬), মোহাং হোসেন (৩৫), মোঃ ইসলাম (৪৫), মোঃ হোসেন (৩০), ভুলো (৪৮), অলি আহাং(৩৪), মোঃ হাসান (২৫), মোঃ রফিক (৪০), রবি উল্লাহ (২৭)। শেষ খবর পাওয়া পর্যন্ত নুরুল আলম এবং চান মিয়া কে উদ্ধার করা যায়নি।