মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০১৫ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কক্সবাজার
  9. করোনাভাইরাস
  10. খেলাধুলা
  11. জাতীয়
  12. জেলা-উপজেলা
  13. পর্যটন
  14. প্রবাস
  15. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

হ্নীলায় ৪৫৬ পরিবারে নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধন করলেন-এমপি বদি

প্রতিবেদক
কক্সবাজার আলো
সেপ্টেম্বর ২২, ২০১৫ ৫:৫১ অপরাহ্ণ

সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ :
টেকনাফের হ্নীলা পানখালী ও সিকদারপাড়ায় ২২ স্টেম্বেবর সকালে ৩ কোটি টাকা খরচে দীর্ঘ ৯কি: মি: নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেন উখিয়া টেকনাফের সাংসদ আব্দুর রহমান বদি সিআইপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইয়াবার মাধ্যমে কোটি কোটি অবৈধ টাকা অর্জনের চেয়ে হালাল করে এক টাকা আয় করার দাম অনেক বেশী। তাই সময় থাকতে মাদক ব্যবসা পরিহার করে হালাল ব্যবসায় মনোনিবেশ করুন। যুব সমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে সকলে এগিয়ে আসুন। টেকনাফের প্রতিটি এলাকাকে পর্যায়ক্রমে বিদ্যুতায়নের আওতায় আনা হবে। ইউপি মেম্বার হোছাইন আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা রফিক উদ্দিন,সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এইচ.এম.ইউনুছ বাঙ্গালী, পল্লী বিদ্যুতের ডিজিএম বলাই মিত্র, হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান এইচ, কে, আনোয়ার সিআইপি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আলম বাহাদুর, ছাত্রলীগ নেতা সরওয়ার আলম, হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিকদার, উপজেলা জাপা সভাপতি শফিক আহমদ বিকম, উপজেলা আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম খোকন, সমাজ সেবক মাঈন উদ্দিন চৌধুরী। উপজেলা যুবলীগের সহ সম্পাদক নুরুল আলম নুরুর সঞ্চালনায় এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক মেম্বার কবির আহমদ, মাওলানা রশিদ আহমদ, জলিল আহমদ, ডা: নুর মোহাম্মদ নুরু,মাষ্টার নজির আহমদ। এতে হ্নীলা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম, যুবলীগ নেতা মোহাম্মদ আলী, হাসান আলী পিন্টু সহ রাজনৈতিক, সামাজিক, শিক্ষক,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এতে টেকনাফের হ্নীলার ৪শ’ ৫৬ পরিবারের মাঝে নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এই নতুন সংযোগ পেয়ে অনেক পরিবারের মাঝে খুশীর বন্যা বয়ে যাচ্ছে।

সর্বশেষ - কক্সবাজার

https://coxsbazaralo.com/