নিজস্ব প্রতিবেদক :
জালিয়তের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়ায় মোজাম্মেল হক মামুনের এডভোকেট ক্লার্ক কার্ড নং-৭৩৪ স্থগিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক মোহাম্মদ গোলাম ফারুক খান কায়সার। গতকাল এক অফিস আদেশে চূড়ান্তভাবে বাতিল ঘোষণা করার জন্য নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্যও বলা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, স্ত্রীর মৃত্যুর সনদ দাখিল করে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত থেকে উখিয়ার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী হামিদুল হক ভুলু অন্তবর্তীকালীন জামিন নেন। কক্সবাজারের জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার আদালতে ভূয়া সনদ পেশের ঘটনায় অভিযুক্ত আইনজীবী সহকারী মামুনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা আইনজীবী সমিতিকে দায়িত্ব দেন।