নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে নাফনদী থেকে ৩০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি
১৪ সেপ্টেম্বর (সোমবার) ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা লবণ মাঠ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ ৪২ বর্ডার র্গাড ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর আব্দুল হান্নান খাঁন দাবি করেন, মিয়ানমার থেকে ইয়াবা পাচারের গোপন সংবাদে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একটি পোটলা থেকে ৩০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। যার মূল্য ৯০ লাখ টাকা। উদ্ধার ইয়াবা ব্যাটালিয়ান সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরে উধ্বর্তন কর্মকর্তার সামনে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন বিজিবির ওই কর্মকর্তা ।