এফ এম সুমন, পেকুয়া :
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি পেতে পারে না ও বন্ধু,,আসলেই তাই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। পেকুয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনের কর্মরত প্রবীণ অংক শিক্ষক মাহমুদুর রহমান স্যার জটিল ব্রেন টিউমারে আক্রান্ত।তিনি বর্তমানে চট্টগ্রামের একটি প্রাইভেট ক্লিনিকে আশংকা অবস্থায় আছেন।কিন্তু তাকে বাচাতে বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন।কিন্তু আপনার আমার প্রিয় শিক্ষক কে বাচাতে এই মুহূর্তে দরকার তার পাশে দাড়ানো।ছাত্র অভিভাবক সুশীল সমাজ সবার প্রতি পরিবার পক্ষ অনুরোধ করেছেন।দয়াকরে এগিয়ে আসুন। আপনার আমার সামান্য সহযোগিতায় একজন মানুষ গড়ার কারিগর হয়তো আবার এই সুন্দর পৃথিবীতে শিক্ষার আলো ছড়াতে পারবেন।দয়াকরে যোগাযোগ করুন 01820003369 01843558842 তে।