কক্সবাজার আলো ডেস্ক :
আগামী ১৬ অক্টোবর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি সূত্র এ তথ্য জানিয়েছে।
লন্ডন বিএনপির শীর্ষস্থানীয় এক নেতা আজ জানিয়েছেন, এ্যামিরেটস এয়াইরলাইন্সের একটি ফ্লাইটে ১৫ অক্টোবর তার দেশে ফেরার জন্য বুকিং রয়েছে।
জানা গেছে, লন্ডনে খালেদা জিয়ার দু’চোখের সফল অপারেশন হয়েছে। লন্ডনের কিংস্টোনে বড় ছেলে তারেক রহমানের বাসায় তিনি এখন পুরোপুরি বিশ্রামে আছেন। পরিপূর্ণ সুস্থ বোধ করলে ১৬ অক্টোবরই দেশে ফিরবেন তিনি।
গত ১৫ সেপ্টেম্বর চোখের চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন। লন্ডনে তার এই ব্যক্তিগত সফর এক মাস হতে চলেছে।
বিএনপির সিনিয়র নেতারা জানিয়েছেন, সফরকালীন বেগম খালেদা জিয়া দল পুনর্গঠনের সাথে সম্পর্কিত নানা বিষয়ে বড় ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে বিশদ আলোচনা করেছেন। একইসাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও নিয়েছেন।